মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় বাংলাদেশেও তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও মেট্রো পুলিশ লাইন হাইস্কুলের প্রাকৃতিক সৌন্দর্যবর্ধনের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ ২৭ মে ২০২৫ তারিখ সকাল ৬:৩০ ঘটিকায় মেট্রো পুলিশ লাইন হাইস্কুলের সৌন্দর্যবর্ধনের জন্য বৃক্ষরোপণের মহতী কর্মসূচিতে অংশ নেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।
স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দমুখর পরিবেশে নানা প্রজাতির ফলজ, ভেষজ এবং উপকারী বৃক্ষের চারা রোপণ করা হয়।
এ সময় ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই অতিঃ দায়িত্বে পিওএম) মেরিনা আক্তার এবং পুলিশ লাইন হাই স্কুল প্রধান শিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলাম-সহ স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।