মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): খুলনায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ২৭ মে ২০২৫ তারিখে তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা সহ তিন মাদক কারবারিকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
খুলনা সদর থানা পুলিশ দুপুরে নিরালা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ জাকির হাওলাদার (৩৯), পিতা-মৃত: তানজের আলী হাওলাদার, সাং-গ্রীনল্যান্ড আবাসন, থানা-খুলনা সদর, এ পি রিয়া বাজার, থানা-লবণচরা, খুলনাকে হাতেনাতে গ্রেফতার করে।
একই দিনে বিকালে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) খালিশপুর থানাধীন বড় বয়রা পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে কাজী মিলন (৩৮), পিতা-মৃত: আবুল হোসেন, সাং-পিপড়াকাঠি, গৌরনদী, বরিশাল; বর্তমানে বড় বয়রা পালপাড়ায় বসবাসরত, তাকে ১০ পিস ইয়াবা সহ আটক করে।
অপরদিকে, রাতের বেলায় দৌলতপুর থানা পুলিশ দফাদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা সহ জাহিদুল ইসলাম (২৫), পিতা-জাকির শেখ, সাং-পাবলা বাউন্ডারী রোড, থানা-দৌলতপুর, খুলনাকে আটক করে।
পুলিশ জানিয়েছে, মাদকের উৎস অনুসন্ধান এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।