নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশন (BHA)-এর সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব বদিউজ্জামান বদু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি সকল স্তরের মানুষের সুখ, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করেন। তিনি বলেন, “ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ ও কোরবানির মহিমায় ভাস্বর হওয়ার শিক্ষা দেয়। এই আনন্দ ও ত্যাগের উৎসবে আমি নারায়ণগঞ্জসহ সারাদেশের সকল হোসিয়ারি শিল্প মালিক, শ্রমিক-কর্মচারী এবং সর্বস্তরের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।”
একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে জনাব বদু তার বার্তায় দেশ ও দশের মঙ্গল কামনা করেন এবং সমাজের বিত্তবানদের প্রতি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।