মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলার সংবাদদাতা): খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অনিমা নামে ৫ বছর বয়সের এক শিশু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
রবিবার (৬ জুলাই) দুপুরে বিষয়টি হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকালপার্সন ও আবাসিক মেডিকেল অফিসার ডা. খান আহমেদ ইশতিয়াক নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, গতকাল শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় বাগেরহাটের মোল্লাহাট থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনিমা নামের ৫ বছরের শিশু ভর্তি হয়।
রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। আজকেরটি নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনায় মোট ৩ জনের মৃত্যু হয়েছে বলেও তিনি জানান।