এস এম আক্তার হোসেন (নেছারাবাদ উপজেলা সংবাদদাতা): পিরোজপুর জেলাধীন নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের থালিয়া গ্রামে একই পরিবারের চারজন সদস্যকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছেন এলাকাবাসীরা। বর্তমানে তারা নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।
অসুস্থরা হলেন- সুমন্ত সমাদ্দার (৬৫), তারা সমাদ্দার (৫৫), পলাশ সমাদ্দার (৩৫) ও তুলি সমদ্দার (২৫)। সঠিক কারণ খুঁজে পাওয়া যায়নি কি কারণ একই পরিবারের চারজন সদস্যদের কেন অজ্ঞান করা হয়।
প্রতিবেশি বিপুল চন্দ্র বিশ্বাস জানায় যে চুরি উদ্দেশ্য হয়তো তাদেরকে খাবারের সঙ্গে কিছু খাওয়ানো হচ্ছে।