মুহাম্মদ ইসমাইল হোসেন (জামালপুর জেলা সংবাদদাতা): জামালপুর জেলার মেলান্দহ বাজারের বিশিষ্ট থাই ব্যবসায়ী মেসার্স সরকার থাই এন্ড গ্লাস দোকানের মালিক মোস্তাক আহমেদ মর্মান্তিক ভাবে নিহিত হয়েছেন।
আজ ২২/০৭/২৫ সন্ধ্যা গোডাউনে মাল আনতে গেলে হঠাৎ পাটাতন ভেঙে পার্টিক্যাল বোর্ডের খামাল উপরে পড়লে তিনি বোর্ডের নিচে চাপা পড়েন,প্রতিবেশীর দোকানদার ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দীর্ঘক্ষণ চেষ্টার পর তাকে উদ্ধার করা গেলেও গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরে মৃত্যু কোলে ঢলে পড়েন।