মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার কুখ্যাত মাদক ব্যবসায়ী

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ২৯, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

আশীষ বিশ্বাস (নীলফামারী জেলা সংবাদদাতা):  নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে তিন গ্রাম হেরোইন, নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও দুই পেশাদার মাদক কারবারি পলাতক রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারী জেলার পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আকতার হোসেন এর নেতৃত্বে একটি চৌকস দল সোমবার সকালে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের বনবিভাগ গ্রামে অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, মাদক ক্রয়-বিক্রয়ের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। তবে ঘটনাস্থল থেকে মো. আবুল বাশার (৪৪), পিতা-মৃত গোলাম মোস্তফা, নামের একজনকে আটক করা হয়। তার দেহ তল্লাশিতে এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আবুল বাশার স্বীকার করেন, তিনি নিয়মিত হেরোইন সংগ্রহ করতেন পলাতক আসামি মোছা. নাছরিন আক্তার (২৯) ও তার স্বামী মো. সাদ্দাম হোসেন (৩০) এর কাছ থেকে। এই তথ্যের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষের বালিশের নিচ থেকে আরও দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

সেই সঙ্গে উদ্ধার করা হয় মাদক বিক্রির নগদ ৭,০৫০ টাকা, একটি GDL মডেল G301 ও একটি Benco মডেল E12 মোবাইল ফোন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ও পলাতক তিনজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এর মধ্যে আবুল বাশারের বিরুদ্ধে ২টি, নাছরিন আক্তারের বিরুদ্ধে ২টি এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক)/৪১ ধারা অনুযায়ী একটি মামলা (নম্বর-২৮, তারিখ-২৮/০৭/২০২৫) দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ জানান, “জেলায় মাদক নির্মূলে গোয়েন্দা পুলিশের অভিযান নিয়মিত চলবে। এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য।”

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বিয়ে করেছেন সংগীতশিল্পী মিলন

মতপার্থক্য থাকলেও সবাই এক পরিবার

আইনজীবী সাইফুল হত্যায় জড়িত সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কঠোর শাস্তি হবে- উপদেষ্টা নাহিদ

রূপসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

পোশাকখাতে শ্রমিক ৫০ লাখ ১৭ হাজার: বাণিজ্য প্রতিমন্ত্রী

চট্টগ্রামের ২৯০ পূজা মণ্ডপে পাহারায় থাকবে বিএনপি

নগরীতে ৪ ছিনতাইকারী গ্রেফতার, দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মালামাল উদ্ধার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ

সংস্কার প্রস্তাব সুষ্ঠু নির্বাচনে অন্তরায় হলে বাধা দেবে বিএনপি

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে দগ্ধদের দেখতে গেলেন প্রধান উপদেষ্টা

পূর্বাচলের লেক থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার