মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

কুলখানিতে দাওয়াত খেয়ে হাসপাতালে ভর্তি দুই শতাধিক রোগী

প্রতিবেদক
স্বাধীন কাগজ
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

এ কে এম আজহারুল ইসলাম সবুজ (গাইবান্ধা জেলা সংবাদদাতা):  গাইবান্ধায় কুলখানির দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন দুই শতাধিক মানুষ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২০০ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও তাদের স্বজনরা জানান, রোববার সকালে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ফুলবাড়ী রিফাইতপুর গ্রামের ইজিবাইক চালক বেলালের মায়ের কুলখানি ছিল। সেখানে তার স্বজন ও এলাকাবাসীসহ প্রায় এক হাজার মানুষ অংশ নেন।

দাওয়াত খাওয়ার পর ওইদিন মধ্যরাত থেকে অনেকে অসুস্থ হয়ে পড়েন। অনেকে প্রাথমিকভাবে বাড়িতে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হওয়ায় সোমবার সকাল থেকেই হাসপাতালে ভর্তি হতে থাকেন।

অসুস্থ রোগীরা গাইবান্ধা জেনারেল হাসপাতাল, পার্শ্ববর্তী ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের মেঝেতে চিকিৎসাধীন আব্দুল হাই-মিম আক্তার দম্পতি বলেন, এক আত্মীয়ের মজলিসে দাওয়াত খাওয়ার পর মাঝরাত থেকে দুজনের ডায়রিয়া শুরু হয়। আমাদের আরও অনেক আত্মীয় এখানে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে চিকিৎসাধীন সাদা মিয়া, খালেদা আক্তার, সাইফুল ইসলামসহ আরও অনেকে বলেন, কারও মধ্যরাত থেকে ডায়রিয়া, বমি শুরু হয়। আবার কারও কাল সকাল, দুপুর থেকে শুরু হয়।

অনেক শিশুও খুব অসুস্থ। গাইবান্ধা হাসপাতাল ও ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ১৮৯ জন বিভিন্ন বয়সী রোগী চিকিৎসা নিয়েছেন। গাইবান্ধা হাসপাতালে ১২৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৫১ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদিকে ফুলছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৬৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদের মধ্যে দু’জনের অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ আরিফা খানম বলেন, খাদ্যের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে তারা ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন।

সোমবার সকাল থেকে এখন পর্যন্ত রোগীরা আসছেন। সবাইকে চিকিৎসা ও প্রয়োজনীয় স্যালাইন ও ওষুধ দেওয়া হয়েছে। ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুজ্জামান বলেন, কুলখানিতে চালের গুঁড়ার ডাল খেয়ে তারা অসুস্থ হয়েছেন। আমরা স্বল্প জনবল দিয়ে তাদের সাধ্যমতো চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

এবার চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনা আগের চেয়ে বেশি পরিবেশবান্ধব

চিরুনি অভিযান, সাত দিনে দেশজুড়ে প্রায় ৬ হাজার গ্রেপ্তার

হাতিয়ায় জিও ব্যাগ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে আব্দুল হান্নান মাসউদ

বেদখল খাসজমি উদ্ধারে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভূমি উপদেষ্টার

ঝিনাইগাতীতে হাতিতাড়াতে জ্বালানী তেল ও টর্চ লাইট বিতরণ

খুবির এমবিএ স্কুলে জাতীয় সেমিনার অনুষ্ঠিত

নজরুল ইসলাম খানের সহধর্মিণীর মৃত্যুতে ১২ দলীয় জোটের শোক

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

এনসিপির নাম নিয়ে আপত্তি, নির্বাচন কমিশনে চিঠি

তারেক রহমানই বিএনপির দুঃশাসনের মুখ: হাছান মাহমুদ