উওম বিশ্বাস (জলঢাকা উপজেলাসংবাদদাতা) নীলফামারী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সংক্রান্ত দ্বিতীয় দিনের Physical Endurance Test (PET) এর কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়।
এর মধ্যে ছিল—প্রথম ইভেন্ট ২০০ মিটার দৌড়, দ্বিতীয় ইভেন্ট পুশআপ, তৃতীয় ইভেন্ট লং জাম্প এবং চতুর্থ ইভেন্ট হাই জাম্প। নিয়োগ কার্যক্রম তদারকি করেন জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি এ.এফ.এম. তারিক হোসেন খান।
এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মোঃ আবদুর রহীম, পুলিশ সুপার (সাইবার ক্রাইম), এটিইউ, ঢাকা; মোঃ আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিঅ্যান্ডপিএস-১), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। এছাড়াও উপস্থিত ছিলেন সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), দিনাজপুর; এ.কে.এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), লালমনিরহাট; মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
, নীলফামারী; এ.বি.এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নীলফামারী এবং নীলফামারী পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাকিল হোসেনসহ নিয়োগ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। দিনব্যাপী পরীক্ষার শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান এবং বলেন—“এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। এখানে কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার সুযোগ নেই।
” তিনি প্রার্থীদের প্রতারণার ফাঁদে না পড়তে সতর্ক করেন। পরিশেষে তিনি জানান, আগামীকাল শুক্রবার (২২ আগস্ট) সকাল ৭টায় পুলিশ লাইন্স মাঠে তৃতীয় দিনের পরীক্ষার জন্য দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।