মোঃ আল আমিন ( বিশেষ সংবাদদাতা): কুমিল্লা ০২ আসনের মেঘনা উপজেলা ও হোমনা উপজেলা নিয়ে পূর্বে আসন থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৯ টি আসনের সীমানা রদবদল করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন কর্তৃক খসড়ায় দাউদকান্দি উপজেলা ও মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা ০১ আসন তিতাস উপজেলা ও হোমনা উপজেলা নিয়ে কুমিল্লা ০২ আসনের খসড়া প্রস্তাব করে। এতে মেঘনা উপজেলা ও হোমনা উপজেলার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন,ক্ষোভের এক পর্যায়ে “হোমনা – মেঘনা নাগরিক সমাজ” এর ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে, এতে ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কে তীব্র যানজটের ও জন ভোগান্তি সৃষ্টি হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়।
তাদের দাবী মেঘনা ও হোমনা নিয়ে যে কুমিল্লা ০২ আসন আছে আমরা মেঘনা ও হোমনা র জনগন সে আসনে আমরা থাকতে চাই কারন আমাদের ভৌগোলিক অবস্থার দিক বিবেচনা করলে মেঘনা ও হোমনা যাতায়াত থেকে শুরু করে সকল কার্যক্রম সহজলভ্য ও কম সময়ে সম্পন্ন করা যায়। তাই আমরা একই আসনে থাকতে চাই। এটা দলমত নির্বিশেষে সকলের দাবী কুমিল্লা ০২(মেঘনা – হোমনা) চাই।