বুধবার , ৩১ জুলাই ২০২৪ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

ডিবির গুরুত্বপূর্ণ দায়িত্বে বিপ্লব সরকার ও সঞ্জিত কুমার

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ৩১, ২০২৪ ৯:৪৯ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার ও সঞ্জিত কুমার রায়কে (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) ডিবির গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

আদেশে বলা হয়েছে, ডিএমপির বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ বিভাগে, অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ বিভাগের সঞ্জিত কুমার রায়কে গোয়েন্দা উত্তর বিভাগে এবং গোয়েন্দা-উত্তর বিভাগের খোন্দকার নুরুন্নবীকে ডিএমপির অপারেশন্স বিভাগে পদায়ন করা হয়েছে।

এর আগে আরেক আদেশে, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানকে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা), ডিএমপির (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিনকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে এবং গোয়েন্দা বিভাগের মোহাম্মদ হারুন অর রশীদকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগে বদলি করা হয়।

বিপ্লব কুমার সরকার ২০১৩ সালের ৭ এপ্রিল থেকে দীর্ঘ সময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। কিশোরগঞ্জ জেলার এ সন্তান তখন রেকর্ডসংখ্যক ২৮ বার ডিএমপির শ্রেষ্ঠ উপ-কমিশনার (ডিসি) হিসেবে পুরস্কৃত হন। জনবান্ধব ও জনপ্রিয় পুলিশ কর্মকর্তা হিসেবে খ্যাতি রয়েছে বিপ্লব কুমার সরকারের। ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের সর্বোচ্চ পুরস্কার হিসেবে দুই বার বিপিএম ও একবার পিপিএম পেয়েছেন তিনি।

এর আগে ২০১৯ সালের ১৩ জুন এ চৌকস পুলিশ কর্মকর্তাকে রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়। ২০২২ সালের ১৮ অক্টোবর বিপ্লব কুমারকে রংপুর থেকে ডিএমপির ডিসি পদে আবার ফিরিয়ে আনা হয়। ২১তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তার বাড়ি কিশোরগঞ্জ জেলা সদরে।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

শেরপুর জেলা নকলা উপজেলা সেনাবাহিনী ও ট্রাফিক যৌথভাবে চেকপোস্ট পরিচালনা করে

২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২৯৯, মৃত্যু দুজনের

মণপ্রতি ২৮ হাজারে বিক্রি হচ্ছে কোরবানির পশু

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই জনের মৃত্যু

উইকেট সম্পর্কে সতীর্থদের যে পরামর্শ দিলেন তানজিদ তামিম

এ বছরই বাংলাদেশে আসতে পারেন সৌদি যুবরাজ

বারহাট্টায় কংশ নদে অবৈধভাবে বালু উত্তোলন, ডেজার-সহ ১৪ জন আটক

সাতক্ষীরার তালার খেশরা নায়েব আশরাফুজ্জামান ঘুষ নেন গুনে গুনে, লিখিত অভিযোগ করেও নেই প্রতিকার

শেরপুর-৩-আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে এগিয়ে,এ্যাডঃ এরশাদ আলম (জর্জ)